স্বামীর চিকিৎসা করাতে এসে প্রাইভেট কার দূর্ঘটনায় স্ত্রী নিহত

পিবিএ, ঢামেক: রাজধানীর এলিফ্যান্ট রোড বাটা সিগনাল মোড়ে দুটি প্রাইভেট কারের সংঘর্ষে ফুলবিবি (৫৫) নামের এক নারী নিহত হয়েছে। এই ঘটনায় একই পরিবারের ৬ জন সহ ৭ জন আহত হয়েছে।

আশিনবার সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে প্রথমে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ফুলবিবিকে সাড়ে ৭টায় মৃত ঘোষণা করেন। তাদের বাড়ি পটুয়াখালীর দশমিনা উপজেলায়।

আহতেদর স্বজনরা পিবিএ’কে জানান, ১০ দিন আগে ধানমন্ডি প্যানারোমা হাসপাতালে আবুল কালামের খাদ্যনালীতে অস্ত্রোপচার করা হয়। এরপর তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। আজ ভোরে তার কেমু থেরাপি ও পেটে লাগানো নল খুলে ফেলার জন্য ওই হাসপাতালেই আসতেছিলো। ভোরে ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনালের নেমে সেখান থেকে ভাড়ায় চালিত ওবার প্রাইভেট কারে করে ধানমন্ডি একটি হাসপাতালে যাচ্ছিলো তারা। সেখানে যাওয়ার সময় এই দুর্ঘটনার শিকার হয়।

আহতরা হলেন, ফুলবিবির স্বামী আবুল কালাম (৬৬), ছেলে হাসান (রুবেল) (৩৫), ছেলের বউ লাইজু বেগম (৩০), ৫ বছরের নাতনী ফাল্গুনী হাসান সোয়াদ।
আরেক ছেলে আনোয়ার হোসেন রমিজ (৪৫), অন্য ছেলের বউ কাজল রেখা (৩০), এবং প্রাইভটকার চালক মনির হোসেন (৩৪)।

নিউ মার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) কাজি নাকিব শাকিল পিবিএ;কে জানান, বাটা সিগনাল মোড়ে ভাড়ায় চালিত সদরঘাট থেকে আসা যাত্রীবাহী উবার প্রাইভেট কারটিকে গাউছিয়া মার্কেটের দিক থেকে আসা অন্য একটি প্রাইভেটকার মাঝামাঝি বরাবর ধাক্কা দেয়। এতে যাত্রীবাহী প্রাইভেটকারটি কয়েকবা উল্টে যায়। এতে প্রাইভেটট কারে থাকা ৮ জনই আহত হয়। পরে হাসপাতালে নিলে ফুলবিবির মৃত্যু হয়। আর তার স্বামী কালাম ও প্রাইভেটকার চালক মনিরের অবস্থা গুরুতর। তাদের ২ জনকে ভর্তি রাখা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশটি মর্গে রাখা হয়েছে।

এসআই আরো জানান, যে প্রাইভেটকারটি ধাক্কা দিয়েছিল তার চালককে আটক করা হয়েছে। দুটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

পিবিএ/এইচএ/জেডআই

আরও পড়ুন...