ময়মনসিংহে যুবককে কুপিয়ে হত্যা

পিবিএ, ময়মনসিংহ: ময়মনসিংহের গৌরীপুরে নুরুজ্জামান জনি (৩২) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।

শুক্রবার (১৭ মে) রাত ৮টার দিকে উপজেলার মাওহা ইউনিয়নের নওহাটা গ্রামে এ ঘটনা ঘটে।

গৌরীপুর থানার ওসি আবদুল্লাহ আল মামুন জানান, একটি মারামারির ঘটনায় ২০১৮ সালের ১৮ মার্চ মাসে জনিকে আসামি করে মামলা করেন নুরু মিয়া। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল।

এরই জের ধরে রাতে তাদের মধ্যে কথা কাটাকাটির হয়। এর এক পর্যায়ে জনিকে কুপিয়ে জখম করা হয়।

পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে জনির মৃত্যু হয়।

নুরু মিয়ার বিরুদ্ধে মাদকের একাধিক মামলা রয়েছে বলে জানান।

পিবিএ/এএইচ

আরও পড়ুন...