পিবিএ,ঢাকা: আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে রাজধানী ঢাকার ভিবিন্ন এলাকায় অভিযান চালিয়ে সক্রিয় অজ্ঞানপার্টির ২৩ সদস্যকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিবি)।
শুক্রবার রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এডিসি ওবায়দুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে অজ্ঞানপার্টির ২৩ সদস্যকে আটক করা হয়েছে।
দুপুর ১২ টায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।
পিবিএ/হক