চুয়াডাঙ্গায় বিপুল পরিমাণ ভারতীয় মালামাল উদ্ধার

পিবিএ, চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় ৬-বিজিবি’র পৃথক পৃথক অভিযানে ভারতীয় বিভিন্ন মালামাল উদ্ধার করেছে। শুক্রবার দুপুর থেকে শনিবার দুপুর পযর্ন্ত বিভিন্নস্থানে অভিযান চালিয়ে এ মালামাল উদ্ধার করে।


চুয়াডাঙ্গা বিজিবি’র পরিচালক লে.কনের্ল ইমাম হাসান জানান, ফুলবাড়ি বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ কবির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার অন্তর্গত দর্শনা গ্রামের দর্শনা পাকা রাস্তার উপর হতে ২৩০০ জোড়া ভারতীয় ইমিটেশনের হাতের চুড়ি উদ্ধার করে। অপর দিকে,
দর্শনা আইসিপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আব্দুল হামিদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার অন্তর্গত জয়নগর গ্রামের আইসিপি চেকপোষ্ট হতে ০৬টি ভারতীয় প্যান্ট পিচ এবং ১০টি থ্রীপিচ উদ্ধার করে।
অন্য এক অভিযানে, দর্শনা আইসিপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আব্দুল হামিদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার অন্তর্গত জয়নগর গ্রামের আইসিপি চেকপোষ্ট হতে ০২টি ভারতীয় শাড়ি, ০৮টি থ্রীপিচ এবং ০৬টি প্যান্টপিচ উদ্ধার করে।
আরেক অভিযানে, দর্শনা আইসিপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আব্দুল হামিদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার অন্তর্গত জয়নগর গ্রামের আইসিপি চেকপোষ্ট হতে ১৮টি ভারতীয় শাড়ি উদ্ধার করে।
উদ্ধারকৃত ২৩০০ জোড়া ইমিটেশনের হাতের চুড়ি, ২০টি শাড়ি, ১৮টি থ্রীপিচ এবং ১২টি প্যান্ট পিচ এর সর্বমোট মূল্য প্রায় সতের লক্ষ বিশ হাজার সাতশত টাকা বলে বিজিবি জানায়।উদ্ধারকৃত ভারতীয় মালামাল কাষ্টমস অফিসে জমা দেওয়া হয়েছে বলে বিজিবি জানিয়েছে।

পিবিএ/টিটি/হক

আরও পড়ুন...