পিবিএ, রাজশাহী: রাজশাহী মেট্রোপলিটন প্রেসক্লাবের সাবেক সভাপতি ও অধুনালুপ্ত সাপ্তাহিত গণখবর এর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক মাহতাব উদ্দিনের মৃত্যুতে রাজশাহী মেট্রোপলিটন প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
শনিবার এক শোক বার্তায় প্রেসক্লাবের সভাপতি মো.মমিনুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক মো. আজিজুল ইসলাম গভীর শোক ও দু:খ প্রকাশ করেন।
শোক বার্তায় উল্লেখ করা হয়, প্রবীণ সাংবাদিক মাহতাব উদ্দিন ছিলেন সাংবাদিকতার পথিকৃত। তাঁর হাত ধরে রাজশাহীসহ সারা দেশে বহু গুণি সাংবাদিক তৈরী হয়েছে। সাংবাদিকতার পাশাপাশি রাজশাহীতে টিভি আন্দোলন, পাইপ লাইনে গ্যাস প্রাপ্তির আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভ’মিকা পালন করেছেন। শোক বার্তায় সাংবাদিক মাহতাব উদ্দিনের বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করা হয়।
পবিএ/ওআই/হক