পিবিএ,নাটোর: নাটোরের গুরুদাসপুরে ৫৭ বোতল ফেন্সিডিলসহ গ্রামীণ এসি গাড়ীর দুই যাত্রীকে আটক করেছে গুরুদাসপুর থানা পুলিশ। আটককৃত আসামীরা হলেন চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মির্জাপুর এলাকার মাহবুব রহমান(২৫) ও শহিদুল ইসলাম (২৬)।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মো.মোজাহারুল ইসলাম বলেন, নাটোর পুলিশ সুপার স্যারের নির্দেশে আমার তত্বাবধায়নে থানার এস আই শহিদুল ইসলাম, এস আই কালাম, রুবেলসহ সঙ্গীয় ফোর্স নিয়ে চাপাই থেকে ঢাকা গামি গ্রামীণ এসি বাস (ঢাকা মেট্রো-ব,১৫-৩৩৫৩) নং গাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার আনুমানিক দুপুর ২টায় কাছিকাটা টোল প্লাজায় পৌছালে গাড়ীতে থাকা যাত্রীদের ব্যাগ সার্স করলে আসামী মাহবুব ও শহিদুলের ব্যাগে ৫৭ বোতল ফেন্সিডিল পাওয়া যায়। তৎখনাত তাদেরকে আটক করে থানায় নিয়ে আসা হয়। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। নাটোর জেল হাজতে পাঠানোর জন্য প্রস্তুতী চলছে।
পিবিএ/এনএইচ/হক