শেরপুরে অবৈধভাবে সরকারী গাছ কেটে ও আগুনে পুড়িয়ে নষ্ট

পিবিএ,নালিতাবাড়ী,শেরপুর: এলজিইডি’র নিয়ন্ত্রণাধীন পাকা সড়কের পাশ থেকে মূল্যবান চম্বল গাছ কেটে নেওয়ার পাশাপাশি কৌশলে আগুনে পুড়িয়ে নষ্ট করার মতো ঘটনা ঘটেছে। শেরপুরের নালিতাবাড়ী পৌর শহরের রাবার ড্যাম রোডের তাওয়াক্বুলিয়া মাদরাসা মোড়ের দুই দিকে এমন ঘটনা ঘটেছে।

এলাকাবাসী জানায়, গত দুইদিন আগে মাদরাসা মোড়ের পশ্চিম পাশে রাস্তা সংলগ্ন জায়গা থেকে একটি বড় চাম্বল গাছের সব ডালপালা কাউসার নামে স্থানীয় এক ব্যক্তি কেটে নেয়। পরে মূল গাছটিও কেটে নিতে উদ্যত হয়। এসময় বিষয়টি নিয়ে কানাঘোষা শুরু হলে ডাল-পালা মুন্ডুহীন গাছটি সেখানেই রয়ে গেছে।

অপরদিকে একই মোড়ের দক্ষিণে রাবার ড্যাম যাওয়ার পথে মেসার্স আলী এন্ড মেরিনা রাইচ মিলের সামনে পূর্বদিকের আরও একটি বড় চাম্বল গাছের গোড়ায় রাতের আধারে কে বা কারা অসৎ উদ্দেশ্যে আগুন লাগিয়ে দেয়। এতে গাছের গোড়ার দিকে অনেকটা পুড়ে গেছে।
স্থানীয়রা জানায়, পুড়িয়ে দেওয়ার ফলে গাছটি মারা যাবে- এমন উদ্দেশ্যেই দূর্বৃত্তরা গাছের গোড়ায় আগুন দিয়েছে।
বিষয়টি উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুনকে জানালে তিনি পিবিএ’কে বলেন, এসব গাছ কাটতে গেলে নির্দিষ্ট আইন-কানুন মেনে কর্তৃপক্ষের অনুমোদন নিতে হয়। এভাবে গাছ কাটা অবৈধ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান পিবিএ’কে জানান, বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা নিচ্ছি।

পিবিএ/এএম/হক

আরও পড়ুন...