পিবিএ, ঢামেক: ৫ বছরের ছেলে আরাফাত ও মাত্র দেড় বছরের মেয়ে সন্তান আলিয়া। কিছুই বুঝেনা জন্ম মৃত্যু কী। আর তাদের সাথেই ঘটে গেলো মর্মান্তিক এক দুর্ঘটনা। যাকিনা তাদের বুঝার ক্ষমতাও হয়নি। দুই সন্তান সহ তাদের মা কল্পনা স্বামীকে হারিয়ে এখন দিশেহারা। স্বামীর লাশ দেখেও কিছুতেই বিশ্বাস করতে পারছিলেননা তিনি যে আর নেই। বারবার স্বামীকে ডাকছিলেন সন্তানদের কোলে নিতে। সবাইকে চোখ মেলে তাকিয়ে দেখতে।
রবিবার সকাল সাড়ে ১০ টায় মিরপুর পল্লবীতে প্রাইভেটকারের ধাক্কায় নিহত হয় মোঃ আমিন (৩০)। পল্লবী থানা পুলিশের গাড়ি চালাতো সে।
পল্লবী থানার উপ পরিদর্শক (এসআই) সোহেল সিকদার জানান, পল্লবী সাগুপ্তা রোড জুটপট্টিতে প্রাইভেটকারের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে। পরে হাসপাতালে নিলে তার মৃত্যু হয়। ময়না তদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে।
আর আমিনের মৃত্যু কেউ মানতে না পেরে হাসপাতাল থেকে অন্যত্র হাসপাতালো নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এতে হাসপাতালের কর্মচারী, আনসারদের সাথে নিহতের স্বজনদের ব্যাপক হাতাহাতিও হয়।
২ সন্তান ও স্ত্রীকে নিয়ে মিরপুর ১১ নম্বর সেকশনের বাউনিয়াবাদ, বি ব্লকের, ৮ নম্নর লাইনের ২৩ নম্বর বাসায় থাকতো।
নিহত আমিনের ভায়রা মোঃ বাবু জানান, পল্লবী থানার গাড়ি চালাতো আমিন। সকালে বাসা থেকে গাড়ি চালাতেই বের হয় সে। সাগুপ্তা রোডে গাড়ি রেখে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুত গতির প্রাইভেটকার তাকে ধাক্কা দেয়।
পিবিএ/ এইচএ/জেডআই