খুলশী থানায় মানবাধিকার কমিটির অনুমোদন কপি হস্তান্তর

পিবিএ,চট্টগ্রাম: জাতীয় মানবাধিকার ইউনিটি চট্টগ্রাম মহানগর শাখার নেতৃবৃন্দরা রবিবার ১৯ মে দুপুর ১২টায় খুলশী থানার অফিসার ইনচার্জ প্রনব চৌধুরীর কাছে কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মো. জিয়াউল আমীন স্বাক্ষরিত চট্টগ্রাম মহানগর শাখার অনুমোদন কপি হস্তান্তর করেন।

এ সময় চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক স ম জিয়াউর রহমানের নেতৃত্বে অনুমোদন কপি হস্তান্তরকালে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিটির সভাপতি হাসান মুরাদ, সাধারণ সম্পাদক মো: মোজাম্মেল হোসেন, নগরীর সহকারী পরিদর্শক ও মহানগর শাখার সহ মহিলা সম্পাদক মাছুমা কামাল আঁখি, আবদুর রাজ্জাক, মহানগর শাখার সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এসএম লিয়াকত হোসেন,এমএ ছালাম, যুগ্ম সাধারণ সম্পাদক ডা: মো: জামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো: ইউছুপ, কোতোয়ালী থানা শাখার সভাপতি খোরশেদ আলম প্রমুখ।
অনুমোদন কপি হস্তান্তরকালে নেতৃবৃন্দরা বলেন, মানবাধিকার সু-রক্ষায় এবং আইনের সু-শাসন প্রতিষ্ঠায় মানবাধিকার কর্মীসহ প্রশাসনের সকল স্তরের কর্মকর্তাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সকল মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় সকলকে দেশপ্রেম ও মানবতার কল্যাণে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে। এসময় খুলশী থানার অফিসার ইনচার্জ প্রনব চৌধুরী বলেন, পুলিশ প্রশাসন মানবাধিকার প্রতিষ্ঠায় যথেষ্ট আন্তরিক। পুলিশ প্রশাসনের সকলকে মানবাধিকার প্রতিষ্ঠায় আন্তরিকতার সাথে কাজ করতে হবে।
তিনি আরো বলেন, পুলিশ প্রশাসনের পক্ষে একা মানবাধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়। এ ক্ষেত্রে সর্বস্তরের মানবাধিকার কর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

পিবিএ/জেডআর/হক

আরও পড়ুন...