পিবিএ,হিলি: দিনাজপুরের বিরামপুর উপজেলায় লিচু বাগানে লিচু পাড়াকে কেন্দ্র করে দুই গ্রুপের সংর্ঘষে ১৬ জন আহত হয়েছেন। আর এ বিষয়ে দুইজনকে আটক করেছে বিরামপুর থানা পুলিশ।
রবিবার সকালে উপজেলার পৌর এলাকার ভবানীপুর মুন্সীপাড়া গ্রামের একটি লিচু বাগানে এই ঘটনা ঘটে। এসময় পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।
পুলিশ ও স্থানীয়রা জানান,পৌর এলাকার মুন্সীপাড়া গ্রামে একটি লিচুর বাগানে এক পক্ষ লিচু পাড়তে গেলে অপর পক্ষ বাধা প্রদান করতে আসে ,এসময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে । এতে উভয় পক্ষের ১৬ জন আহত হয়েছেন।আহত ব্যক্তিদেরকে বিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।গুরুতর আহত দুই জনকে দিনাজপুর মেড়িকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতরা হলেন- এমদাদুল হক (৫৫), বাবুল হোসেন (৩৮), এনামুল হক (৩৫), আব্দুল লতিফ (৪৮), মনিরা (১০), মমিনুর (১৬), কামরুজ্জামান (৩২), আবদুল কাফী (৪৮), মোজাম্মেল (৪৫), মনিরুজ্জামান (৩২), আফরুজা (২৫), মিজানুর (৩৮), আ. বাকী (৫৫), মমিনুল ইসলাম (২০), মীম (১৫) ও রেজিনা বেগম (৬৫)।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিরামপুর থানার অফিসার ইনর্চাজ মনিরুজ্জামান ।
পিবিএ/এসআর/হক