ছাত্রলীগের চলমান দ্বন্দের অবসান হচ্ছে, আন্দোলন স্থগিত

পিবিএ, ঢাবি: ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি নিয়ে চলমান দ্বন্দের অবসানের আভাস পাওয়া যাচ্ছে। আজ রাতে রাজু ভাস্কর্যে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি শোভন এবং সাধারণ সম্পাদক রাব্বানী আন্দোলনরত ছাত্রলীগ কর্মীদের অনুরোধ করেন আন্দোলন থেকে সরে আসার। গতকাল গভীর রাতেও দফায় দফায় পাল্টাপাল্টি তর্কাতর্কির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরে। আজ বিক্ষোভকারীরা কিছুটা নমনীয় হন।
পরে শোভন রাব্বানীর সাথে সবাই মিলে দলের সিনিয়র নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করেন। আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে উপস্হিত ছিলেন সাবকে ছাত্রনেতা এনামুল হক শামীম,আব্দুর রহমান,জাহাঙ্গীর কবির নানক,আ ফ ম বাহাউদ্দীন নাসিম। এছাড়া সাবেক ছাত্রনেতা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট মোল্ল্যা মোহাম্মদ আবু কাওছারও উপস্হিত ছিলেন। ছাত্রলীগের শীর্ষ নেতৃবৃন্দ ও আন্দোলনকারী পদবঞ্চিত নেতৃবৃন্দ উভয় পক্ষের ফেসবুক পোস্ট থেকে সমস্যা সমাধানের ইংগিত পাওয়া যাচ্ছে।
গত ১৩ মে রোজ সোমবার বিকালে বাংলাদেশ ছাত্রলীগের কমিটি ঘোষিত হয়। ৩০১ সদস্য বিশিষ্ট কমিটিতে পদ না পাওয়া,প্রত্যাশার চেয়ে নিম্নক্রমে পদ পাওয়া এবং বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে ছাত্রলীগের একাংশ মিছিল নিয়ে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করতে আসলে সেখানে সংঘর্ষ বাঁধে।বেশ কিছুদিন ধরে বিভিন্ন মিডিয়া বিষয়টি নিয়ে উত্তপ্ত। সংগঠনটির বিভিন্ন অনিয়ম নগ্নভাবে সামনে আসে। ডাকসু ও ছাত্রলীগ নেত্রী বিএম লিপি আখতার গণমাধ্যমে সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে ”মাদক ব্যবসায়ী” বলেন।
এদিকে সভাপতি শোভনের সাথে একজন নারীর ছবি ফেসবুকে ভাইরাল হয় এবং তাকে “বিবাহিত”বলে অভিযুক্ত করা হয়। শোভন-রাব্বানী পরিষদ প্রেস ব্রিফিং করে ১৭ জন পদপ্রাপ্ত নেতাকে বিভিন্ন অভিযোগে শনাক্ত করার কথা জানায়। শেষ পর্যন্ত পরিস্হিতি কোন দিকে মোড় নিচ্ছে তাই দেখার অপেক্ষায় সবাই।
পিবিএ/ওএএ/জেডআই

আরও পড়ুন...