তাজিকিস্তানে কারাগারে দাঙ্গায় কারারক্ষীসহ নিহত ৩২

মধ্য এশিয়ার দেশ তাজিকিস্তানের একটি কারাগারে দাঙ্গার ঘটনায় নিরাপত্তারক্ষী এবং ২৯ বন্দী নিহত হয়েছে
তাজিকিস্তানে কারাগারে দাঙ্গায় নিহত ওআহত কয়েদিরা ।ছবি:সংগৃহিত

পিবিএ,ডেস্ক: মধ্য এশিয়ার দেশ তাজিকিস্তানের একটি কারাগারে দাঙ্গার ঘটনায় ৩জন নিরাপত্তারক্ষী এবং ২৯ বন্দীসহ ৩২জন নিহত হয়েছে। ওই বন্দীদের বেশিরভাগই ইসলামিক স্টেটের আ্ইএস”র সদস্য। সোমবার দেশটির জাতীয় বিচার বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে। উচ্চ নিরাপত্তাবেষ্টিত তাজিকিস্তানের ওই কারাগারে দাঙ্গা পরিস্থিতির জন্য জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটকে দায়ী করা হয়েছে।

বিচার বিভাগ জানিয়েছে, রাজধানী দুসানবে থেকে ১০ কিলোমিটার পূর্বের ভাখদাত শহরে রোববার ১৯ মে, রাতে দাঙ্গা পরিস্থিতি শুরু হয়। সে সময় অস্ত্রসহ হামলা চালায় ইসলামিক স্টেটের জঙ্গিরা। ঘটনাস্থলেই তিন নিরাপত্তারক্ষী এবং পাঁচ বন্দী নিহত হয়।

ইরাক এবং সিরিয়ায় প্রভাব বিস্তারকারী জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট একে একে তাদের প্রায় সব গোপন ঘাঁটি হারিয়েছে। এর আগে গত নভেম্বরে তাজিকিস্তানের আরও একটি কারাগারে হামলার দায় স্বীকার করেছিল ইসলামিক স্টেট।

পিবিএ/এইচটি

আরও পড়ুন...