ইয়াবাসহ মাটিরাঙ্গায় ভারতীয় নাগরিক আটক

পিবিএ,খাগড়াছড়ি: খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় ইয়াবাসহ রাজু চাকমা (২৬) নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে পুলিশ। আটকের পর তার কাছ থেকে ৫০পিস ইয়াবা উদ্ধার করে মাটিরাঙ্গা থানা পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে মাটিরাঙ্গার গোমতি ইউনিয়নের কালাপানি এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক রাজু চাকমা ভারতের ত্রিপুরা রাজ্যের শিলাছড়ির আমতলী গ্রামের রাহুল চাকমার ছেলে।

ঘটনার ঘটনার সত্যতা নিশ্চিত করে মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. শামছুদ্দিন ভুইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ ভারতীয় নাগরিক রাজু চাকমাকে মাটিরাঙ্গা থানা পুলিশ আটক করে।

তার বিরুদ্ধে ১৯৫২ সালের বাংলাদেশ কন্ট্রোল অব এন্ট্রি এ্যাক্ট এর ৪ ধারা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৫ (১) এর ১০ (ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।

পিবিএ/এএম/হ

আরও পড়ুন...