পিবিএ,নরসিংদী: গুলি ভর্তি পিস্তল ও দেশীয় অস্ত্রসহ নরসিংদীর পলাশের ডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজহার খন্দকারকে আটক করেছে র্যাব-১১ এর সদস্যরা। রবিবার রাতে ডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক আজহার খন্দকার (৫০) পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। র্যাব-১১ এর সিপিএসসি, আদমজীনগর, নারায়ণগঞ্জ এর কোম্পানী কমান্ডার মেজর তালুকদার নাজমুছ সাকিব এ তথ্য নিশ্চিত করেছেন।
র্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-১১ এর একটি আভিযানিক দল রবিবার গভীর রাতে পলাশের ডাংগা গ্রামে বিশেষ অভিযান চালিয়ে মোঃ আজহার খন্দকার কে আটক করে।
এ সময় তার হেফাজত থাকা ১টি বিদেশী পিস্তল, ২ রাউন্ড পিস্তলের গুলি, ১টি লোডেড ম্যাগাজিন, ০১টি ধারালো কিরিস, ২টি চাইনিজ কুড়াল, ০১ টি হাইসা ও ০৫টি রামদা উদ্ধার করা হয়।
র্যাব আরও জানায়, আটক আজহার দীর্ঘদিন ধরে পলাশ থানার ডাংগা এলাকায় চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতিসহ নানা সন্ত্রাসী কর্মকান্ডের মাধ্যমে সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছিল। তার অত্যাচার ও নির্যাতনের ভয়ে সংক্ষুদ্ধ জনগণ কথা বলার এবং এর প্রতিকার চাওয়ার সাহস পেতো না। সে প্রকাশ্যে অস্ত্র প্রর্দশন ও ভয়ভীতি দেখিয়ে নিয়মিত চাঁদাবাজি করতো। এ সকল সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার কারণে দীর্ঘদিন যাবৎ র্যাব-১১ এর একটি বিশেষ দল তার উপর গোয়েন্দা নজরদারী চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
সন্ত্রাসী কর্মকান্ড ও বিভিন্ন অপরাধে তার বিরুদ্ধে নরসিংদীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে র্যাব জানিয়েছে।
পিবিএ/হক