কালীগঞ্জে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

 

পিবিএ,ঝিনাইদহ: ঝিনাইদহ কালীগঞ্জ থানা পুলিশ ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী হাসান ওরফে কালুকে গ্রেফতার করেছে। রবিবার দিবাগত রাতে শহরের আড়পাড়া নদীপাড়া থেকে তাকে আটক করা হয়। সে ওই পাড়ার আনোয়ার হোসেনের ছেলে।


কালীগঞ্জ থানার এ,এস.আই মাসুদ রানা পিবিএ’কে জানান, মাদকসহ একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামী হাসান ওরফে কালু দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল। রবিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে পৌর এলাকার আড়পাড়া (নদীপাড়ার) একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছেন। সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পিবিএ/ও/হক

আরও পড়ুন...