দেড়শ বছরের ভবন রক্ষা ও সংস্কারের দাবিতে মানববন্ধন

পিবিএ,রাজবাড়ী: রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের দেড়শ বছরের পুরাতন ভবন রক্ষা ও সংস্কারের দাবিতে মানববন্ধন পালিত হয়েছে। সোমবার (২০মে) বেলা ১১ টায় রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে ঐতিহ্য সংরক্ষণ আন্দোলন রাজবাড়ীর উদ্যেগে অনুষ্ঠিত হয়।

দেড়শ বছরের ভবন রক্ষা ও সংস্কারের দাবিতে মানববন্ধন
মানববন্ধন

এতে বক্তব্য প্রদান করেন , ঐতিহ্য সংরক্ষণ আন্দোলন রাজবাড়ীর সমন্বয়ক একুশে পদক প্রাপ্ত চিত্রশিল্পী অধ্যাপক্ষ মনসুল উল করিম,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাকিবুল হাসান পিয়াল,সাংবাদিক বাবু মল্লিক,অংকুর স্কুল এন্ড কলেজের শিক্ষক শেখ আব্দুর রউফ হিটু,কবি খোকন মাহমুদ,প্রাক্তন শিক্ষার্থী কাজী আঃ শহীদ(রতন),সুলতানা আহমেদ সহ প্রমুখ বক্তব্য প্রদান করেন।

এসময় বক্তরা বলেন, যথাযত প্রক্রিয়ায় সংরক্ষণ করা হলে পুরাকীর্তি হিসেবে ভবনটি সংরক্ষণ করা যাবে।এখানে নতুন ভবন তৈরির কথা বলে এই পুরাতন ঐতিহ্যবাহী ভবনটি ভেঙ্গে ফেলার প্রক্রিয়া চূড়ান্ত করেছে ।বাস্তবতা হলো বিদ্যালয়ের ভবন তৈরি করার জায়গার অভাব নেই।কাজেই কোন অবস্থাতেই ঐতিহ্যবাহী দেড়শ বছরের পুরাতন ভবন ভাঙ্গতে দেওয়া যাবে না ।যে কোন মূল্যে রাজবাড়ীর ঐতিহ্য রক্ষা করতে হবে। জেলার প্রাচীন ঐতিহ্য টিকিয়ে রাখতে হবে।

কৃতিপক্ষ ভবন ভাঙ্গার ব্যাপারে যদি অনড় থাকে তাহলে আরো দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন আমরাও চাই কিন্তু আমাদের গর্ব -ইতিহাস-ঐতিহ্য ও ভালোবাসা ধ্বংস করে নয়।

পিবিএ/সিএস/আরআই

আরও পড়ুন...