চট্টগ্রাম মেডিকেলে হঠাৎ আগুন

পিবিএ ডেস্ক: চট্টগ্রাম মেডিকেলে হঠাৎ আগুন আতংকে রোগিদের মধ্যে ছুটোছুটি শুরু হয়েছে। সোমবার (২০মে) রাত সাড়ে আট টার দিকে চমেক হাসপাতালের ছয়তলার ৩২ নং ওয়ার্ডে আগুন দেখা যায়। এসময় ওয়ার্ডের সাধারন রোগিসহ দর্শনার্থীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।

চট্টগ্রাম মেডিকেলে হঠাৎ আগুন

ভয়ে রোগিসহ স্বজনরা ছুটোছুটি শুরু করে। বিশেষ করে শিশু রোগিদের নিয়ে তাদের স্বজনরা নীচে নেমে আসে। এসময় চমেক হাসপাতালের প্রধান ফটকে আতংকিত মানুষের ভিড় জমে। প্রায় আধাঘন্টা পর আগুন নিভে গেছে মর্মে হাসপাতালের নিরাপত্তা কর্মীরা মাইকে ঘোষনা দেয়ার পর রোগিসহ স্বজনরা পুনরায় হাসপাতালের প্রবেশ করে।

নাম প্রকাশ না করার শর্তে হাসপাতালের এক নিরাপত্তা কর্মী ( আনসার) জানান ছয় তলার ৩২ এ শিশু ওয়ার্ডে এসি থেকে আগুনের সুত্রপাত হয়। সাথে সাথে তা নিভিয়ে ফেলা হয়। এতে কোন হতাহত হয়নি বলেও এ নিরাপত্তা কর্মী জানান।

ফায়ার সার্ভিসের চন্দনপুরা স্টেশনের ফায়ার ম্যান নুর হোসেন বলেন ছয়তলার ৩২ নং ওয়ার্ডের শিশু বিভাগের আইসিওতে এসি থেকে শর্টসার্কিটের কারনে আগুনের সুত্রপাত হয়। এর পরিধি বেশী না হওয়ায় সাথে সাথে তা নিয়ন্ত্রনে চলে আসে।

পিবিএ/জেএম/আরআই

আরও পড়ুন...