রহমত উল্যাহ, কোম্পানীগঞ্জ, নোয়াখালী: নোয়াখালীতে প্রেসক্লাব কোম্পানীগঞ্জ’র নবগঠিত কমিটির পরিচিতি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০শে মে) বিকাল ৫টায় বসুরহাট নির্জর কনভোকেশন সেন্টারে অনুষ্ঠিত এই পরিচিতি সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিন।
প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি হাসান ইমাম রাসেলের সভাপতিত্বে এই সময় আরো উপস্থিত ছিলেন, বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা, প্রেসক্লাব কোম্পানীগঞ্জের উপদেষ্ঠা হাজী সিরাজ উদ্দোলা, সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ জুয়েল, কোম্পানীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি খীজির হায়াত খান, উপজেলা বিএনপি সেক্রেটারি নুর আলম শিকদার, উপজেলা জামায়াত ইসলামী সভাপতি বেলায়েত হোসেন, স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ সদস্য ফখরুল ইসলাম রাহাত, উপজেলা ছাত্রলীগ সভাপতি নিজাম উদ্দিন মুন্না, প্রেসক্লাব সভাপতি প্রশান্ত সূুভাষ চন্দ, সেক্রেটারি গিয়াস উদ্দিন রনি সহ অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ।
পিবিএ/হক