পিবিএ,ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুরের শ্যামকুড় এলাকা থেকে শফিকুল ইসলাম (২৫) নামের এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল ৯টার দিকে লাশটি উদ্ধার করা হয়। সে একই গ্রামের বাসিন্দা ছিল।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত (ওসি) রাশেদুল আলম জানান, উপজেলার শ্যামকুড় গ্রামের রাস্তার পাশে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
তিনি আরও জানান, শফিকুল ইসলাম নামের ওই যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। তবে কারা কেন তাকে হত্যা করেছে সেটি এখনও জানা যায়নি। লাশ ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।
পিবিএ/এ/হক