পিবিএ, নোয়াখালী: নোয়াখালীর চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়নের শ্রীনগর গ্রাম থেকে নুরুল আমিন (৫৫) নামক এক কৃষকের হাত-পা বাঁধা অবস্থায় লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে শ্রীনগর মাইজের বাড়ির সুপারী বাগান থেকে রক্তাক্ত লাশটি উদ্ধার করা হয়। ঘটনার পরপরই পুলিশ জিজ্ঞাসাবাদের জন্যে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন রানা এবং তার সহকর্মী রুবেল হোসেনকে আটক করেছে পুলিশ।
চাটখিল থানার অফিসার ইনচার্জ(ওসি) আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত কওে পিবিএ’কে জানান, লাশের পাশে একটি হাতুড়ি পাওয়া গেছে। ধারনা করা হচ্ছে হাতুড়িটি দিয়ে পিটিয়ে এবং শ্বাসরোধ করে তাকে নির্মমভাবে হত্যা করেছে খুনীরা।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি আরো জানান, রাত ৯ টা ৪০ মিনিটের দিকে নুরুল আমিন এলাকার মসজিদে তারাবী নামাজ শেষে বাড়িতে যাবার পথে নিখোঁজ হন এবং তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। পরে নিহতের ঘরের পাশের সুপারী বাগানে তার লাশ পাওয়া যায়। এলাকাবাসীর ধারনা সম্পত্তি সংক্রান্ত বিরোধে তিনি খুন হতে পারেন বলে জানান ওসি। নিহত নুরুল আমিন ২ কন্যা সন্তনের জনক।
এ ঘটনায় আটক দুইজনকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
পিবিএ/ইএন/হক