পিবিএ,নিউইয়র্ক: বাংলাদেশী বংশোদ্ভাত কবি রাজুব ভৈৗমিকের ২টি কাব্যগ্রন্থ্য প্রকাশ করেছে বাংলাদেশের প্রকাশনী প্রতিষ্ঠান বিদ্যাপ্রকাশ । সংসারের কাব্য এবং ১০০ নির্বাচিত স্বতন্ত্র চতুর্দশপদী কবিতাবলী শিরোনামের কাব্যগ্রন্থ দুটির প্রচ্ছদ করেছেন নিউইর্য়ক প্রবাসি শিল্পী রাগীব আহসান।
গত সাপ্তাহে প্রকাশিত বই দুটি আমেরিকার বই প্রকাশনী ও বই বিক্রয়ের কোম্পানি বার্নস এন্ড নোবেলেও পাওয়া যাবে। অনলাইনে রকমারিতে পাওয়া যাবে। সংসারের কাব্যের দাম ধরা হয়েছে ১২০ টাকা এবং অন্যটির ১৬০টাকা। যথক্রমে ৭ ও ৯ ইউএস ডলার।
নির্বাচিত সতন্ত্র চতুর্দশপদী কবিতাবলী কাব্যগ্রন্থটি সম্পাদনা করেন সাংবাদিক ও লেখক ইব্রাহীম চৌধুরী । তিনি বলেছেন, কবি ও সাংবাদিক রাজুব ভৌমিক আমার কাছে বাংলা সাহিত্য-সংস্কৃতির চলমান পরিম-লের প্রতিনিধি বলেই মনে হয়েছে। তরুণ এ বাঙালি অনেকটা কৈশোরেই দেশ ছেড়েছেন। অভিবাসী হয়েছেন আমেরিকায়। এর মধ্যে আমেরিকার মূলধারার একজন হিসেবে নিজেকে গড়ে তুলেছেন। বৈশ্বিক বাস্তবতায় যে প্রজন্ম আজকের সমাজকে প্রতিনিধিত্ব করছে তারই একজন রাজুব ভৌমিক।
ইব্রাহীম চৌধুরী আরো বলেন, কবি রাজুব ভৌমিকের সব কবিতাগুলো একটু ভিন্ন আঙ্গিকে লেখা। এখন পর্যন্ত তিনি প্রায় পাঁচ শতাধিক সনেট কবিতা লিখেছেন। তার অধিকাংশ সনেট কবিতাগুলো স্বতন্ত্র। মূলত চৌদ্দ অক্ষরের, চৌদ্দ লাইন বিশিষ্ট, ককখখ, গগঘঘ, ঙঙচচ,ছছ অন্তমিল নিয়ে সাজানো।
কবি রাজুব ভৌমিক বলেণ, ১০০ নির্বাচিত সতন্ত্র চতুর্দশপদী কবিতাবলী কাব্যগ্রন্থটি নানা ধরনের কবিতায় সাজানো হয়েছে। এই কাব্যগ্রন্থে কবির মানবজীবন স¤॥^ন্ধে ভাবনাকে প্রাধান্য দেয়া হয়েছে। সংসার কাব্য গ্রন্থ্য মূলত সংসারের দু:খ-কষ্ট, আধ্যাত্মিক সংগ্রাম, ভালবাসা এবং ভাললাগাকে নিয়ে লেখা হয়েছে। এই কাব্যগ্রন্থ্যটিতে আর্জেন্টিনা, উরুগুয়ে, কানাডা, চিলি, জাপানসহ বিভিন্ন দেশের মানুষের সামাজিক-সাংস্কৃতিক চিত্র ও সেই সব দেশের সৌন্দর্জের বর্ণনা এসছে।
কবি রাজুব ভৌমিকের জন্ম নোয়াখালী জেলার শ্রীনদ্দি গ্রামে ১৯৮৮সালে । গত পাঁচ বছর ধরে জন জে কলেজ, সিটি ইউনিভার্সিটি নিউইর্য়ককে তিনি অপরাধবিদ্যা, আইন ও বিচার বিভাগে অধ্যাপনা করছেন। হসটস কলেজ, সিটি ইউনিভার্সিটি নিউইর্য়কে তিনি মনস্তাত্তিক বিভাগে অধ্যাপনা করছেন। প্রকাশিত গ্রন্থ্যের সংখ্যা ১৫ টি। সিটি ইউনিভার্সিটি নিউইর্য়কে তার প্রকাশিত তিনটি বই পাঠ্যপুস্তক নিয়মিত ব্যবহৃত হয়।
পিবিএ/হক