পিবিএ ডেস্কঃ মুসলিমদের সাংবাদিকতার পথিকৃত মাসিক সওগাত পত্রিকার সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন এর ২৫তম মৃতুবার্ষিকী আজ।
সওগাত সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন ছিলেন একজন সত্যনিষ্ঠ সাংবাদিক। এ দেশে নারী সাংবাদিকতা তার হাত ধরেই পূর্ণতা পায়। তিনি ১৮৮৮ সালের ১ নভেম্বর বর্তমান চাঁদপুর জেলায় পাইকারি গ্রামে জম্মগ্রহন করেন। বাংলার ব্রিটিশ শাসন ও সমাজের বাধা উপেক্ষা করে নাসিরউদ্দীন তার সম্পাদিত ‘সওগাত’ ও ‘বেগম’ পত্রিকার মাধ্যমে বাংলা সাহিত্য এবং সাংবাদিকতায় স্মরণীয় অবদান রাখেন।
১৯১৮ সালের ২ ডিসেম্বর প্রকাশ করেন সাহিত্য পত্রিকা ‘সওগাত’। ১৯২৬ সালে সাহিত্য আন্দোলনের জন্য প্রতিষ্ঠা করেন সওগাত সাহিত্য মজলিস। পত্রিকা ও সাহিত্য মজলিসের লেখকদের মধ্যে ছিলেন কাজী নজরুল ইসলাম, বেগম রোকেয়া, শামসুন নাহার মাহমুদ, বেগম সুফিয়া কামালসহ অনেকে। নাসিরউদ্দীন সওগাতে মুসলমান নারীদের ছবিসহ তাদের পরিচিতি, জীবনী এবং অসাম্প্রদায়িক চেতনামূলক লেখা প্রকাশ করেন।
ব্রিটিশবিরোধী অনেক লেখাই সওগাতে প্রকাশ পায়। তিনি ১৯৭৬ সালে সাহিত্যিক ও সাংবাদিকদের জন্য প্রতিষ্টা করেন নাসিরউদ্দীন স্বর্ণপদক। ব্রিটিশবিরোধী অনেক লেখাই সওগাতে প্রকাশ পায়।