ভাঙ্গায় আওয়ামীলীগ নেতার মুক্তির দাবিতে জরুরী সভা

পিবিএ,ফরিদপুর: সম্প্রতি উপজেলা জনস্বাস্থ্য প্রকৌলশীকে অফিসে ঢুকে মারপিটের ঘটনায় আটক বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ্’র রাজনৈতিক সচিব ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং উপজেলা পরিষদের সাবেক ভাইস্ চেয়ারম্যান এনামুল হক অপু’র নি:শর্ত মুক্তি ও আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকরামুজ্জামান রাজা’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে জরুরী বর্ধিত সভা করেছে স্থানীয় আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠন।

মঙ্গলবার বেলা ১১ টায় ভাঙ্গা পৌরসভা সংলগ্ন উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে জরুরী বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুর রহমান মিরনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকরামুজ্জামান রাজা, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব সোবহান মুন্সি, শরিফুজ্জামান শরীফ, উপজেলা পরিষদের ভাইস্ চেয়ারম্যান মো: ইসাহাক মোল্লা, পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি আবু ফয়েজ মো: রেজা, সাধারণ সম্পাদক শহিদুল হক মিরু মুন্সিসহ আওয়ামীলীগ ও এর অংঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা সদ্য কারাবন্দী এনামুল হক অপু’র নি:শর্ত মুক্তি ও উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকরামুজ্জামান রাজা’র বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারসহ জনস্বাস্থ্য প্রকৌশলী সমরজিত চন্দ্র ঘরামীর অপসারণ দাবি করেন। দাবি মানা না হলে আগামী ২৩ মে উপজেলা পরিষদ ঘেরাও ও মহাসড়ক অবরোধসহ বিভিন্ন কর্মসূচি ঘোষনা করা হয়।

পিবিএ/আর/হক

আরও পড়ুন...