পিবিএ,ঢাকা: উত্তরা পশ্চিম থানার ওসি তপন চন্দ্র সাহা বলেছেন, বর্তমানে অনলাইন মিডিয়ার সুযোগে আমরা তাৎক্ষণিকভাবে যে কোন ঘটনার সংবাদ জানতে পারি।
মঙ্গলবার রাজধানীর উত্তরায় বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন – বিওজেএ’র নিজস্ব কার্যালয়ে সংগঠনটির ওয়েব সাইট উদ্বোধন উপলক্ষে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
ওসি তপন চন্দ্র সাহা বলেন, সমাজের জন্য সাংবাদিকদের অনেক কাজ করার সুযোগ রয়েছে। যদিও এই পেশা অনেক চ্যালেঞ্জের এবং অত্যন্ত ঝুঁকির। তারপরও ঝুঁকি নিয়েই তারা কাজ করেন।
তিনি আরো বলেন, আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীকেও ঝুঁকি নিয়ে কাজ করতে হয়, কিন্তু তারা নিজেদের নিরাপত্তার জন্য প্রতিরক্ষার বা প্রস্তুতি নিয়ে কাজে নামলেও সাংবাদিকরা কোন ধরনের প্রস্তুতি ছাড়াই ঝুঁকি নিয়ে থাকেন।
তিনি সাংবাদিকদের সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
পিবিএ/এএইচ