কৃষকের ধান কাঁটায়-মাড়ায় করে দিলেন গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা


পিবিএ, গবি: কৃষকের ধান কাঁটায়-মাড়ায় করে দিলেন গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার (২১মে ) এক হতদরিদ্র কৃষকের কষ্টার্জিত জমির ধান কেটে দিয়েছে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

ধামরাই উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের কন্সাপট্টি গ্রামের অসহায় দরিদ্র কৃষক আয়নাল মিয়ার(৮০) এক বিঘা ধান কেটে দিয়েছে গণ বিশ্ববিদ্যালয়ের ফিজিওথেরাপি বিভাগের শিক্ষার্থী দ্বারা পরিচালিত ডাঃ এড্রিক বেকার ব্লাড ফাউন্ডেশন।

কৃষক আয়নাল মিয়া জানান,এক বিঘা জমিতে খুব আশা করে ধান চাষ করেছিলাম। কিন্তু ফলন আশা অনুযায়ী হয়নি। দাম কম থাকায় এবং ধান কাটার জন্য চাহিদা অনুযায়ী অল্প টাকায় ধান কাটার মানুষ পাচ্ছিলাম না। ফলে মাঠে বিছিয়ে পরে নষ্ট হওয়ার উপক্রম হচ্ছিল ধানগুলো। শ্রমিকের চড়া দাম প্রায় ৮০০টাকা। কিন্তু ধানের দাম কম। গতকাল কিছু ছেলেমেয়ে স্থানীয়দের থেকে খোঁজ নিয়ে আজকে সকালে চলে আসে। পরে তারা আমার জমির ধান কেটে মাড়াই করে দেয়। ”

উপস্থিত গণ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান জানান, ধান কাটার অভিজ্ঞতা এটাই প্রথম , অসহায় কৃষকের পাশে দাঁড়াতে পেরে আমরা আনন্দিত।

প্রখর রোদে কাজ করা অনেক কষ্টকর ছিল কিন্তু অসহায় কৃষকে সাহায্য করে যে অনুভুতি সৃষ্টি হয়েছে তা এই কষ্টের কাছে তুচ্ছ।

“একজন কৃষক যে পরিশ্রম করে তার মূল্য আমরা কেউ দিতে পারছি না।এই প্রন্তীক কৃষক গুলোর বুকফাটা কষ্ট, এভাবে কষ্টের কাজ করে আমাদের অন্নের যোগান দিয়ে যাচ্ছে তারা। এমন কৃষক আরো আছে যারা এই বোর ধান করে ঋণগ্রস্ত টাকার অভাবে ধান কাটাতে পারছে না। আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে অসহায় কৃষকদের প্রতি “বলেন ডাঃ এড্রিক বেকার ব্লাড ফাউন্ডেশনের উপদেষ্টা সিয়াম হোসাইন।

পিবিএ/আরএইচ

আরও পড়ুন...