ইরি বোরো ধান কাটা এবং মাড়াই প্রায় শেষ পর্যায়ে। প্রাকৃতিক বড় কোন দূর্যোগের কবলে কৃষককে এবার পড়তে হয়নি। কৃষকেরা মাঠে ধান মাড়াই করে, সংগৃহীত খড় মহিষের গাড়িতে করে নিজ বাড়িতে নিয়ে যাচ্ছে। খড় গবাদি পশু’র খাদ্য হিসাবে ব্যবহার হয়। বর্ষাকালে গো-খাদ্যের সংকট দেখা দেয়। তাই কৃষক বাড়িতে খড় মজুদ করে রাখে। ছবিটি চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ভগিরথপুর গ্রামের ধোপাখালীর মাঠ থেকে তোলা। বুধবার, ২২ মে। ছবি : পিবিএ/ তৌহিদ তুহিন