পিবিএ,ঢাকা: বাংলাদেশ সরকারী কর্ম কমিশন, ঢাকা বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে চিকিৎসক নিয়োগের জন্য নির্ধারিত যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের থেকে দরখাস্ত আহবান করেছে।এতে ২৭টি বিষয়ে অধ্যাপক নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে এই পদের জন্য আবেদন করতে পারেন। বিজ্ঞপ্তিতে আবেদনের শর্ত নিয়ে বিস্তারিত লেখা আছে।
১. পদের নাম: অধ্যাপক (ইউরোলজি)। পদসংখ্যা: ২
২. পদের নাম: অধ্যাপক (বায়োকেমিস্ট্রি)। পদসংখ্যা: ২
৩. পদের নাম: অধ্যাপক (অ্যানাটমি)। পদসংখ্যা: ২
৪. পদের নাম: অধ্যাপক (অফথালমোলজি)। পদসংখ্যা: ৪
৫. পদের নাম: অধ্যাপক (প্যাথলজি)। পদসংখ্যা: ৪
৬. পদের নাম: অধ্যাপক (কার্ডিওলজি)। পদসংখ্যা: ৩
৭. পদের নাম: অধ্যাপক (কমিউনিটি মেডিসিন)। পদসংখ্যা: ২
৮. পদের নাম: অধ্যাপক (সার্জারি)। পদসংখ্যা: ৩
৯. পদের নাম: অধ্যাপক (ইএনটি)। পদসংখ্যা: ৩
১০. পদের নাম: অধ্যাপক (নিওনেটলজি)। পদসংখ্যা: ২
১১. পদের নাম: অধ্যাপক (অর্থোপেডিক সার্জারি)। পদসংখ্যা: ৪
১২. পদের নাম: অধ্যাপক (গাইনি)। পদসংখ্যা: ২
১৩. পদের নাম: অধ্যাপক (সাইকিয়াট্রি)। পদসংখ্যা: ১
১৪. পদের নাম: অধ্যাপক (শিশু সার্জারি)। পদসংখ্যা: ১
১৫. পদের নাম: অধ্যাপক (পেডিয়াট্রিক)। পদসংখ্যা: ২
১৬. পদের নাম: অধ্যাপক (পেডিয়াট্রিক নেফ্রোলজি)। পদসংখ্যা: ১
১৭. পদের নাম: অধ্যাপক (গ্যাস্ট্রোএন্টারোলজি)। পদসংখ্যা: ২
১৮. পদের নাম: অধ্যাপক (এন্ডোক্রাইনোলজি)। পদসংখ্যা: ১
১৯. পদের নাম: অধ্যাপক (নিউরোলজি)। পদসংখ্যা: ২
২০. পদের নাম: অধ্যাপক (ফার্মাকোলজি)। পদসংখ্যা: ১
২১. পদের নাম: অধ্যাপক (রেডিওলজি অ্যান্ড ইমেজিং)। পদসংখ্যা: ২
২২. পদের নাম: অধ্যাপক (ফিজিওলজি)। পদসংখ্যা: ২
২৩. পদের নাম: অধ্যাপক (নেফ্রোলজি)। পদসংখ্যা: ১
২৪. পদের নাম: অধ্যাপক (হেমাটোলজি)। পদসংখ্যা: ১
২৫. পদের নাম: অধ্যাপক (রেডিওথেরাপি)। পদসংখ্যা: ১
২৬. পদের নাম: অধ্যাপক (নিউরো সার্জারি)। পদসংখ্যা: ১
২৭. পদের নাম: অধ্যাপক (ফরেনসিক মেডিসিন)। পদসংখ্যা: ৩
আবেদন শুরু: আবেদন শুরু হবে আগামীকাল বৃহস্পতিবার (২৩ মে) সকাল ১০টা থেকে। শেষ হবে আগামী ২৭ জুন সন্ধ্যা ছয়টায়।
পিবিএ/এএইচ