জাকার্তায় পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ, নিহত ৬

 

পুলিশ-বিক্ষোভকারীদের সংঘর্ষে ইন্দোনেশিয়ায় নিহত ৬ জাকার্তায় বিরোধীদলের বিক্ষোভ । ছবি: সংগৃহিত

পিবিএ,ডেস্ক: ইন্দোনেশিয়ায় ১৭ এপ্রিল অনুষ্ঠিত নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই শতাধিক মানুষ। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণার পর রাজধানী জাকার্তায় পুলিশের বেশ কিছু গাড়ি এবং একটি ডর্মিটোরিতে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা।

ন্যাশনাল পুলিশের মুখপাত্র দেদি প্রেসিটিও বলেন, মঙ্গলবার নির্বাচনে পরাজিত এক প্রেসিডেন্ট প্রার্থীর সমর্থকরা জাকার্তায় বিক্ষোভ শুরু করে। রাতভর তারা বিক্ষোভ করেছে। বিক্ষোভে উসকানি দেয়ায় ২০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

জাকার্তার গভর্নর আনিস বাসওয়েদান বলেন, সহিংসতায় এখন পর্যন্ত ছয়জন নিহত এবং আরও দুইশোরও বেশী বিক্ষোভকারী আহত হয়েছে। স্থানীয় কম্পাস টিভিতে দেখা গেছে, বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়ে মারছে, পুলিশের ডরমিটোরিতে আগুন ধরিয়ে দিয়েছে। এসময় পুলিশ গুলি চালালে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই এক বিক্ষোভকারীর মৃত্যু হয়।

গত কয়েকদিন ধরেই উত্তপ্ত হয়ে উঠেছে রাজধানী। গত এপ্রিলের প্রেসিডেন্ট নির্বাচনে জোকো উইদোদোকে আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করা হয়। আনুষ্ঠানিক নির্বাচনে সাবেক জেনারেল প্রাবোয়ো সুবিয়ান্তোকে পরাজিত করে দ্বিতীয়বারের মতো দেশটির প্রেসিডেন্ট হলেন জোকো উইদোদো ।

নির্বাচনে উইদোদো পেয়েছেন ৫৫ দশমিক পাঁচ শতাংশ ভোট এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্রাবোয়ো পেয়েছেন ৪৪ দশমিক পাঁচ শতাংশ ভোট। ১৭ এপ্রিল অনুষ্ঠিত ওই ভোটে ২০ হাজার স্থানীয় ও জাতীয় আইনপ্রণেতাকেও বেছে নিয়েছেন ভোটাররা। এই ফলাফলকে চ্যালেঞ্জ করতে আদালতে যাবেন বলেন মঙ্গলবার নিশ্চিত করেছে সাবেক জেনারেল প্রাবোয়ো সুবিয়ান্তোর বিরোধী দল।

পিবিএ/এইচটি

আরও পড়ুন...