পিবিএ ডেস্ক: সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ এনে রমজান মাস শেষ হলে তিনজন নামকরা ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেবে সৌদি আরব।
তিনজনের মধ্যে সবচেয়ে বেশি পরিচিত শেখ সালমান আল ওদাহ। ইসলামিক বিশ্বে তিনি শরিয়া এবং সমকামিতা বিষয়ক মতাদর্শের কারণে বেশ পরিচিত। বিতর্কিত সামাজিক ইস্যুতে মন্তব্য করে দেশটির সরকারের রোষানলে পড়েন তিনি। ২০১৭ সালে গ্রেপ্তার হন।
অন্য দুজন হলেন সুন্নি প্রচারক আওয়াদ আল-কার্নি এবং জনপ্রিয় ব্রডকাস্টার আলী আল-ওমারী। এই দুজনও ২০১৭ সালে গ্রেপ্তার হন।
অনলাইনে তিনজনের ব্যাপক জনপ্রিয়তা। ওদাহও’র টুইটারে অনুসারী ১৩.৪ মিলিয়ন।
সৌদি সরকারের বরাত দিয়ে দ্য মিডলইস্ট আই জানিয়েছে, এই তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর করতে কর্মকর্তারা একদম দেরি করতে চাচ্ছেন না।
ধর্মীয় লেখকদের গ্রেপ্তার করায় জাতিসংঘসহ বিভিন্ন সংস্থা উদ্বেগ জানিয়েছে। কিন্তু সৌদি কারো কথায় পাত্তা না দিয়ে নিজেদের সিদ্ধান্তে অটল।
পিবিএ/হক