ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি । ছবি:ফাইল
পিবিএ,ডেস্ক: ইরানি জনগণের ঐক্য দেখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে পূর্বের হুমকি থেকে সরে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন, ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি ।কারণ তিনি বুঝে গেছেন, ইরানি জনগণ দেহে প্রাণ থাকতে তাদের কাছে মাথা নত করবে না।
মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে এক ভাষণদান কালে তিনি এ কথা বলেন।রুহানি বলেন, যুক্তরাষ্ট্র ভেবেছিল- তারা ইরানের ভিত্তি দুর্বল করে দেবে। কিন্তু মার্কিন নিষেধাজ্ঞার পরও আমাদের দেশ উন্নতির দিকেই ধাবিত হচ্ছে। প্রতিদিনই আমরা নতুন নতুন অর্থনৈতিক প্রকল্পের উদ্বোধন করছি।
হোয়াইট হাউসের চাপের মোকাবেলায় ইরানি জনগণ কখনও নতজানু হয়নি এবং ভবিষ্যতেও হবে না বলে প্রত্যয় ব্যক্ত করেন প্রেসিডেন্ট হাসান রুহানি।
পিবিএ/এইচটি