দুর্নীতি মামলায় পৌর মেয়র গ্রেফতার

পিবিএ,কুড়িগ্রাম: কুড়িগ্রামে দুর্নীতি দমন কমিশনের দায়েরকৃত মামলায় নাগেশ^রী পৌরসভার মেয়র আব্দুর রহমান মিয়াকে ১৫ লক্ষ ৯৪ হাজার টাকা আত্মসাতের মামলায় গ্রেফতার করা হয়েছে।

বুধবার দুপুরে বিজ্ঞ জেলা ও দায়রা জজ (ভারপ্রাপ্ত) আশিখুল কবির’র আদালতে পৌরমেয়র জামিনের আবেদন করলে বিজ্ঞ বিচারক জামিন না-মঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।

এর আগে হাইকোর্ট থেকে তিনি ৪ সপ্তাহের জামিন শেষে নি¤œ আদালতে আত্মসমর্পন করলে তাকে জেল হাজতে নেয়ার আদেশ দেয়া হয়।
দুদক’র আইনজীবী অ্যাডভোকেট এসএম আব্রাহাম লিংকন জানান, গত ১৪ মার্চ রংপুর দুর্নীতি দমন কমিশনের উপ সহকারি পচিালক নুর আলম ধারা-৪০৯ পেনাল কোড এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ সনের ৫(২) ধারায় ক্ষমতার অপব্যবহার পূর্বক নাগেশ^রী হাসপাতালের পৌরকর বাবদ ১৫ লক্ষ ৯৪ হাজার টাকা সাময়িক
আত্মসাতের অপরাধে নাগেশ^রী থানায় একটি অভিযোগ দায়ের করেন।

দুদক’র পক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট এস.এম আব্রাহাম লিংকন এবং আসামী পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট ফকরুল ইসলাম।

পিবিএ/এমআই/হক

আরও পড়ুন...