মানিকগঞ্জে ভেজাল বিরোধী অভিযানে দোকান মালিককে জরিমানা

পিবিএ,মানিকগঞ্জ: মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঝিটকা বাজারে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ, রঙ দেয়া চাল এবং ভেজাল প্রসাধনী বিক্রির অপরাধে ৫টি প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার দুপুরে এ অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মানিকগঞ্জের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল। এ অভিযানে সহায়তা করেন র‌্যাব-৪ এর সদস্যরা।

আসাদুজ্জামান রুমেল বলেন, অভিযান চলাকালে ঝিটকা বাজারের মেসার্স অমিত ফার্মেসিকে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া একই বাজারের মার্তভূমি ফার্মেসিকে একই অপরাধে ২৫ হাজার টাকা জরিমানা এবং চালে রঙ মিশিয়ে বিক্রির অপরাধে জাকির রাইস এজেন্ট ও নিরঞ্জন রাইস ভান্ডারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া ভেজাল প্রসাধনী বিক্রির অভিযোগে সুজন জরি হাউজকে আরো ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

পিবিএ/এমআই/হক

আরও পড়ুন...