মথুরাতেও দেখিয়েছেন নতুন চমক। এসব চমকের উদ্দেশ্য একটিই- ওরা যেন বোঝে হেমা তাদেরই লোক। ভোটের এ মোহিনী প্রচারে রীতিমতো ট্রাক্টরে চালকের আসনেও উঠে বসেছিলেন।কিন্তু নির্বাচনী মাঠে ভোটারদের মন জয় করতে ব্যর্থ হয়েছেন হেমা মালিনী। বিজেপি দলের প্রার্থী হয়ে উত্তরপ্রদেশের মথুরা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তিনি।
বৃহস্পতিবার ( ২৩মে ) ভারতের লোকসভার ভোট গণনার বেসরকারি ফলে পিছিয়ে আছেন হেমা। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী রাষ্ট্রীয় লোক দল (আরএলডি) থেকে কুনওয়ার নরেন্দ্র সিং তাকে ধরাশায়ী করেছেন। খবর আনন্দবাজার ও এনডিটিভির।উত্তরপ্রদেশের ৮০ আসনের মধ্যে বিজেপি পেয়েছে ৫৫টি। অন্যদিকে বিএসপি, এসপি ও আরএলডি জোট পেয়েছে ২৩ আসন। কংগ্রেসের ভাগ্যে জুটেছে মাত্র ২ আসন।