গৃহবধুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ছাত্রলীগ নেতা আটক

পিবিএ, বাগাতিপাড়া ,নাটোর: নাটোরের বাগাতিপাড়ায় গৃহবধুকে ধর্ষন চেষ্টার অভিযোগে পাঁকা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইলিয়াস আহম্মেদ লেলিনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার গৃহবধুর মা থানায় মামলা করার পর সন্ধ্যায় একডালা বাজার এলাকা থেকে তাকে আটক করে। আটক লেলিন চকগোয়াশ গ্রামের মসলেম উদ্দিনের ছেলে।

মামলা বর্নিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার তকিনগর গ্রামের এক গৃহবধুকে প্রায়ই উত্ত্যক্ত করতো এবং কু প্রস্তাব দিত লেলিন। সাত মাস পুর্বে ওই গৃহবধুর বিয়ে হয়। তার স্বামী একটি কোম্পানিতে চাকুরির সুবাধে ঢাকায় থাকেন। বুধবার মধ্যরাতে স্বামী না থাকায় গুহবধুর ঘরের দরজায় ধাক্বাধাক্বি করে লেলিন। এসময় গৃহবধু দরজা খুললে মুখে গামছা ঢুকিয়ে তাকে তুলে নিয়ে বাড়ির পাশে পুকুর ধারে নিয়ে যায়। সেখানে নিয়ে ধর্ষনের চেষ্টা করে।

এব্যাপারে তদন্তকারি কর্মকর্তা এসআই রাকিবুল ইসলাম বলেন, ঘটনার পরদিন বৃহস্পতিবার সন্ধ্যায় গৃহবধুর মা বাদি হয়ে থানায় মামলা করেছেন। ওই মামলার পর একডালা বাজার থেকে সন্ধ্যায় অভিযুক্ত লেলিনকে আটক করা হয়েছে।

পিবিএ/এফআর/হক

আরও পড়ুন...