চুয়াডাঙ্গায় বিজিবি’র অভিযানে ভারতীয় মদ উদ্ধার

পিবিএ, চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা ৬বিজিবি চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় ২০ বোতল মদ উদ্ধার করেছে। শুক্রবার ভোরের দিকে এ ভারতীয় মদ উদ্ধার করে বিজিবি ।
চুয়াডাঙ্গা-৬বিজিবি’র পরিচালক লে.কর্নেল ইমাম হাসান পিবিএ’কে জানান, দামুড়হুদার বারাদি বিওপির টহল কমান্ডার নায়েক আবুল কাশেম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার অন্তর্গত কামারপাড়া গ্রামের নদীর পাড় নামক স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় ২০ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে ।

উদ্ধারকৃত ভারতীয় মদের আনুমানিক মূল্য ত্রিশ হাজার টাকা বলে জানায় বিজিবি। উদ্ধারকৃত মদ দর্শনা কাষ্টমস অফিসে জমা দেওয়া হয়েছে বলে জানা যায় ।

পিবিএ/টি/এমএসএম

আরও পড়ুন...