অস্ত্রসহ উত্তরায় ৩ ছিনতাইকারী আটক

পিবিএ,ঢাকা: রাজধানীর উত্তরায় অস্ত্রসহ ৩ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

শুক্রবার বেলা সাড়ে এগারোটাযর দিকে উত্তরা ১১নং সেক্টর ১৫নং রোডের ৭২নং বাড়ির ৬ষ্ঠতলা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১টি বিদেশী পিস্তল, ২টি নকল পিস্তল একটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি, একটি নকল ওয়াকিটকি ও ৪০পিছ ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- ইয়াছিন (৩৩), ইব্রাহিম(৪৩) ও মুসা খান (৩০)।

উত্তরা পশ্চিম থানার এসআই মিজানুর রহমান পিবিএ’কে বলেন, অস্ত্র সহ একটি ছিনতাইকারী দল সেখানে অবস্থান করছে এমন খবরে অভিযান পরিচালনা করি। তাদের অস্ত্রসহ গ্রেফতার করতে সক্ষম হই।

উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ তপন চন্দ্র সাহা গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে পিবিএ’কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাড়িতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। ধারনা করা হচ্ছে, তারা ডাকাতির কাজে এ সকল সরঞ্জাম ব্যবহার করতো। গ্রেফতারকৃতরা ডিবি পরিচয়েও রাজধানীতে ছিনতাই করতো।

পিবিএ/হক

আরও পড়ুন...