গুজরাটের অগ্নিকাণ্ডে মোদির শোক প্রকাশ


পিবিএ ডেসঃ গুজরাটের সুরতে একটি কোচিং সেন্টারে শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে সুরতের তক্ষশীলা নামের এক বাণিজ্যিক ভবনের তৃতীয় ও চতুর্থ তলায় অগ্নিকাণ্ডে ১৯ জনের মৃত্যু হয়েছে। খবর ইন্ডিয়া ট্যুডে’র।

ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা বার্তা সংস্থা পিটিআইকে বলেছেন, “আগুন ও ধোঁয়া থেকে বাঁচতে তৃতীয় ও চতুর্থ তলা থেকে শিক্ষার্থীরা নিচে লাফিয়ে পড়েছে।অনেককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আগুন নেভানোর চেষ্টা চলছে। ”

এই ঘটনায় শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।আগুনে ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তা দিতে গুজরাট রাজ্য সরকার ও স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়ার কথা জানিয়েছেন তিনি।

পিবিএ/এম এস

আরও পড়ুন...