ভূমধ্যসাগরে ভাসমান নৌকা থেকে ১৪ বাংলাদেশিসহ ২৯০ জন উদ্ধার

পিবিএ,ডেস্ক: ভূমধ্যসাগরে লিবিয়া উপকূল থেকে ১৪ বাংলাদেশিসহ ২৯০ জন অভিবাসীকে উদ্ধার করেছে দেশটির নৌবাহিনী। ইউরোপগামী তিনটি নৌকা থেকে এই অভিবাসীদের উদ্ধার করা হয়েছে বলে লিবিয়ার নৌবাহিনীর বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট এ খবর জানিয়েছে।

শুক্রবার লিবিয়ার রাজধানী ত্রিপোলির পূর্ব উপকূলে দুটি পৃথক অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।

শুক্রবার (২৪ মে) আলাদা দু’টি অভিযানে এদের উদ্ধার করা হয়।

লিবিয়ার কোস্টগার্ড প্রথমে জানায়, বৃহস্পতিবার একটি রাবারের নৌকা ডুবন্ত অবস্থায় দেখতে পাওয়া গেছে। যাত্রীরা সাগরে প্লাস্টিকের ব্যারেলে ভর করে ভেসে বেড়াচ্ছিলেন। দেশটির নৌবাহিনী ফেসবুকে একটি পোস্ট দেয়। তাতে বলা হয়, নৌকাটিতে ছয়জন নারী ও একজন শিশুসহ ৮৭ জন অভিবাসী ছিলেন।

উদ্ধার করতে এসে কোস্টগার্ড সদস্যরা আরো দু’টি রাবারের নৌকা দেখতে পান, যাতে ২০৩ জন অভিবাসী ছিলেন- আলাদা একটি বিবৃতি বিষয়টি জানানো হয়।

নৌকা তিনটিতে মূলত আরব ও আফ্রিকান অভিবাসী বেশি ছিল। আর বাংলাদেশি ছিল ১৪ জন। তাদের উদ্ধার করে লিবিয়ান পুলিশি হেফাজতে রাখা হয়েছে।

জার্মানির একটি দাতব্য সংস্থা বৃহস্পতিবার (২৩ মে) লিবিয়ার নৌবাহিনীকে তিনটি নৌকা সাগরে অকেজো হওয়ার খবর জানায়। পরের দিন অভিযান চালানো হয়।

তিনটি নৌকাতে থাকা বেশির ভাগ যাত্রীই আরব ও আফ্রিকান দেশের নাগরিক। তাদেরকে উদ্ধারের পর মানবিক ও চিকিৎসা সহায়তা দিয়ে লিবিয়ার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, সংঘাতময় লিবিয়ার জুয়ারা থেকে অবৈধভাবে ইতালিতে যাওয়ার পথে গত ১০ মে তিউনিসিয়া উপকূলে নৌকা ডুবে বহু মানুষের মৃত্যু হয়। নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ৩৯ বাংলাদেশির একটি তালিকা সরকারের পক্ষ প্রকাশ করা হয়েছে। এ ঘটনায় জড়িত পাচারকারী চক্রের তিন সদস্যকে ইতোমধ্যে গ্রেফতার করেছে র‌্যাব।

পিবিএ/জেডআই

আরও পড়ুন...