পিবিএ, ঢাকা: স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধু প্রথমে যে সিদ্ধান্ত নিলেন সেটি হলো নজরুলকে সমমর্যাদায় এবং একইভাবে তাকে নিজ মহিমায় আসীন করে ঢাকাতে আনা। সেটি ছিল বঙ্গবন্ধুর একটি বলিষ্ঠ এবং সময়পোযোগী পদক্ষেপ। কেননা নজরুলের চেতনা মহান মুক্তিযুদ্ধে অনুপ্রেরণা জুগিয়েছিল বলে মন্তব্য করেছেন ঢাবির উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ।
শনিবার (২৫ মে) সকালে কবি নজরুলের ১২০ তম জন্মবার্ষিকীতে তার সমাধিস্থলে শ্রদ্ধা জানাতে এসে ঢাবির উপাচার্য এ কথা বলেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, নজরুল বাঙালি মানসকাঠামোতে যে অসামান্য স্থান দখল করে আছেন সেটি সম্মান করে তখন সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু নজরুলকে কলকাতা থেকে ঢাকায় আনলেন। রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় তিনি সব ধরনের ব্যবস্থা করলেন।
তিনি আরোও বলেন, নজরুলেরও মহান স্রষ্টার কাছে একটি প্রত্যয় ছিল মসজিদের কাছে সমাহিত করা। আমার মনে হয় নজরুলের প্রার্থনা সেটি বোধ হয় মহান সৃষ্টিকর্তা পূরণ করেছেন বঙ্গববন্ধুর মাধ্যমে। তখন তিনি যদি নজরুলকে কলকাতা থেকে ঢাকা না আনতেন, তাহলে ঢাবির কেন্দ্রীয় মসজিদের পাশে এই সুন্দর সুশোভিত সৌন্দর্য্যময় প্রকৃতির মধ্যে তিনি এখন সমাহিত হতেন না। সেই কাজটি সম্ভব হয়েছে জাতির জনক কলকাতা থেকে নজরুলকে ঢাকায় এনেছিলেন বিধায়।
পিবিএ/ডেআই