পিবিএ,নড়াইল: নড়াইলের লোহাগড়ায় কাঠ ব্যবসায়ি মোহাম্মদ (৩০) কে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার(২৪মে) সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার চরশালনগর গ্রামের জহর শেখের ছেলে মোহাম্মদ মোল্যা শুক্রবার বিকালে রামপুর-কচুবাড়িয়াস্থ স¦প্নবিথী পার্কে প্রেমিকা ডহরপাড়া গ্রামের আলম ফকিরের মেয়ে শলোকা কে নিয়ে ডেটিং করছিলো। এক পর্যায়ে প্রেমিক-প্রেমিকা শৌচাগারে গিয়ে আপত্তিকার কর্মে লিপ্ত হয় বলে অভিযোগ রয়েছে। বিষয়টি টের পেলে পার্ক এর দায়িত্বপ্রাপ্তরা ওই প্রেমিক প্রেমিকাকে খুঁজতে শৌচাগারের কাছে গেলে মোহাম্মদ জোরে দৌঁড় মারে এবং তারকাটা টপকে পালিয়ে আসে। কিন্তু বিধি বাম। লোহাগড়া বাজারে ঢুকতেই হঠাৎ মোহাম্মদ মাটিতে পড়ে যায়। স্থানীয় লোকজন তাকে দ্রুত হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে।
লোহাগড়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আব্দুল্লাহ আল মামুন বলেন, হাসপাতালে আসার আগেই রোগীর মৃত্য হয়েছে। এ সময় হাসপাতালে ছুটে আসে প্রেমিকা শলোকা। পুলিশের জেরার মুখে শলোকা স্বীকার করে পার্কে যাবার কথা।
নিহত মোহাম্মদের স্ত্রী শারমিন অভিযোগ করেন মোহাম্মদকে হত্যা করা হয়েছে। স্বপ্নবিথী পার্কের সাখায়াত বিশ্বাস বলেন, মোহাম্মদকে পার্ক থেকে ধরতেই পারেনি।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ প্রবীর কুমার বিশ্বাস পিবিএ’কে জানান,বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। পোষ্টমর্টেম রিপোর্ট ছাড়া মৃত্যুর কারণ বলা যাচ্ছে না।
পিবিএ/এসআই/হক