পিবিএ, পিরোজপুর: পিরোজপুরে ইন্দুরকানি উপজেলায় বজ্রপাতে জাকির আকন (৩৬) নামে এক হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে বালিপাড়া ইউনিয়নের খোলপটুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জাকির উপজেলার কোলপটুয়া ওয়ার্ড যুবলীগের সহসভাপতি ও একই এলাকার মো. সাহেদ আকনের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে ইন্দুরকানি থানার ওসি মো. হাবিবুর রহমান জানান, সকাল সাড়ে ৭টার দিকে প্রবল বৃষ্টিপাতের মধ্যে বলেশ্বর নদীতে জাল নিয়ে মাছের রেনু পোনা সংগ্রহ করতে যান জাকির আকন।
এসময় হঠাৎ বজ্রপাতে লুটিয়ে পড়েন তিনি। তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক জাকিরকে মৃত ঘোষণা করেন।
পিবিএ/জেডআই