পিবিএ,কুড়িগ্রাম: কুড়িগ্রামের রৌমারী উপজেলায় পৃথক দু’টি অভিযান চালিয়ে ১ হাজার ৩৩০ পিস ইয়াবাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান চালানো হয়। গ্রেফতারকৃতদের মধ্যে একজনকে শুক্রবার বিকেলে আদালতে সোপর্দ করা হয়। অপর দু’জনকে শনিবার (২৫ মে) আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
রৌমারী থানার অফিসার ইনচার্জ আবু মো. দিলওয়ার হাসান ইনাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে শৌলমারী ইউনিয়নের ফকিরগ্রাম থেকে ৯০০ পিস ইয়াবাসহ মজিবর রহমানের ছেলে জিন্নাত আলীকে (২৪) গ্রেফতার করা হয়। বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হয়।
এছাড়া এদিন সন্ধ্যায় রৌমারী সদর ইউনিয়নের ঝাউমারী গ্রাম থেকে ৩৩০ পিস ইয়াবাসহ মৃত বাচ্চু মিয়ার ছেলে ফুল মিয়া (৩৭) এবং সোবহান মিয়ার ছেলে জয়েন উদ্দিনকে (৫০) গ্রেফতার করা হয়। এই দু’জনকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।
পিবিএ/এমআইবি/আরআই