রফিক সরকার,পিবিএ,গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জে বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশন (বিওজেএ) কালীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার শহীদ ময়েজউদ্দিন সড়কস্থ মহিউদ্দিন ম্যানশনের উপজেলা প্রেস ক্লাবে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিওজেএ কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি আব্দুর রহমান আরমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিক সরকারের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বিওজেএ কালীগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি মাফুজা আফরিন মনি যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, কার্য নির্বাহী সদস্য আশরাফুল আলম আইয়ুব, ওমর আলী মোল্লা প্রমুখ।
এ সময় বিওজেএ’র সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আল-আমিন, দপ্তর সম্পাদক ইমতিয়াজ আহমেদ, অর্থ সম্পাদক রাসেল মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক সোহেল আহমেদ খান, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক যীনাত রহমান, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জোনাহিদ হাসান সাগর, কার্য নির্বাহী সদস্য মোহাম্মদ এমরান হোসেন, এইচ.এম ইব্রাহীম, কাজী শহীদ, রিয়াদ হোসেন ও ইমরান হোসেন রিপনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে বিওজেএ’র উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
পিবিএ/আরআই