পিবিএ,চুয়াডাঙ্গা: সবার মত দ্বায়িত্ব পালন করছেন চুয়াডাঙ্গার হিজলগাড়ি পুলিশ ফাঁড়ির সদস্যরা। ঠিক এসময় এক বৃদ্ধকে মোটরসাইকেলযোগে আসতে দেখে ফাঁড়ির ইনচার্জ রাহাত আলী থামার সংকেত দেন। পুলিশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পালিয়ে যাবার চেষ্টা করেন এই মাদকব্যবসায়ী। পিছন পিছন মোটরসাইকেল নিয়ে পুলিশ ধাওয়া দিলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে অভিযুক্ত মাদক ব্যবসায়ী বৃদ্ধ ওয়াহেদ ও পুলিশ সদস্য রাহাত আলী গুরুতর জখম হয়।
পুলিশ সদস্য রাহাত এখন মৃত্যুশয্যায়। পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। শনিবার (২৫মে) ভোর ৫ টার দিকে এঘটনা ঘটে। আহত মাদকব্যবসায়ী ওয়াহেদ চুয়াডাঙ্গা আলমডাঙ্গা পৌর এলাকার মৃত জালাল উদ্দিনের ছেলে ও মাদকচক্রের সিন্ডিকেটের সাথে জড়িত বলে জানায় পুলিশ।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, চুয়াডাঙ্গা সদর উপজেলার হিজলগাড়ি পুলিশ ফাড়ির একটি টিম ভোরে নিয়মিত টহল দিচ্ছিলেন। এসময় একটি মোটরসাইকেল আসলে দাড়ানোর জন্য সংকেত দিলে পাশ কাটিয়ে পালিয়ে যায়। এতে সন্দেহ হলে ফাড়ির ইনচার্জ রাহাত আলী নিজ মোটরসাইকেল নিয়ে ধাওয়া করে।
মাইল তিনেক গিয়ে খেজুরা নামক একটি গ্রামের মুখে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারায় পাশের ড্রেনে পড়ে যায় এই মাদকব্যবসায়ী। এসময় পুলিশ সদস্য রাহাত আলী নিয়ন্ত্রণ হারিয়ে ড্রেনে পড়ে গুরুতর আহত হয়। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে ১৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।
পরে স্থানীয়রা দু’জনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। পুলিশ সদস্য রাহাতের অবস্থা আশংকাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করে কর্তব্যরত চিকিৎসক। খবর পেয়ে হাসপাতালে দেখতে ছুটে আসেন চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার কানাই লাল সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কলিমুল্লাহসহ জেলা পুলিশের সকল কর্মকর্তা।
পুলিশ সদস্য রাহাত আলীকে এলাকাবাসী সাধুবাদ জানিয়েছে। চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কলিমুল্লাহ এমন দৃষ্টান্তমূলক কাজের জন্য রাহাতকে সাধুবাদ জানান। চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ খান বলেন, অভিযুক্ত ওয়াহেদ শক্তিশালী মাদককারবারির সাথে যুক্ত। এই চক্রের সবাইকে আটকের জন্য ইতোমধ্যে অভিযান অব্যাহত চলছে বলে জানায় এই কর্মকর্তা।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক আবু ওয়াহেদ রানা বলেন, এই পুলিশ সদস্যের অবস্থা আশংকাজনক। তার দু’পা ভেঙে গুড়িয়ে গেছে উন্নত চিকিৎসার জন্য ঢাকা সম্মেলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে। সেখান থেকে পঙ্গু হাসপাতালে নেয়া বলে বলে জানায় এই চিকিৎসক।
পিবিএ/টিটি/আরআই