পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতির দাবিতে চোখ বেঁধে প্রতিবাদ

পিবিএ,নওগাঁ: বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে জংশন ষ্টেশনে পঞ্চগড় থেকে ঢাকাগামি শনিবার (২৫মে) উদ্বোধনকৃত নতুন পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতির দাবিতে ওই ট্রেন সান্তাহার অতিক্রমকালে চোখে কালো কাপড় প্রতিবাদ জানিয়েছেন আন্দোলনকারিরা। সান্তাহার ষ্টেশনে ট্রেন যাত্রা বিরতি বাস্তবায়ন কমিটির আহবানে শত শত মানুষ ট্রেন চোখ বেধেঁ প্রতিবাদ কর্মসূচিতে অংশ গ্রহন করে।

পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতির দাবিতে চোখ বেঁধে প্রতিবাদ
পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতির দাবিতে চোখ বেঁধে প্রতিবাদ

বিকেল সাড়ে ৫টার দিকে ট্রেনটি সান্তাহার রেলওয়ে জংসন ষ্টেশন অতিক্রম করে।এ সময় আন্দোলনকারিরা ট্রেন যাত্রা বিরতির দাবিতে নানা শ্লোগান দিয়ে প্লাটফর্মে দাড়িয়ে ‘যে ট্রেন সান্তাহারে দাড়ায় না সেই ট্রেন দেখবো না’ লেখা ব্যানার প্রদর্শন করেন। তারা নানা শ্লোগানে ষ্টেশন চত্বর মূখরিত করে রাখে। এ ছাড়া সান্তাহার জংসন সব স্থানে জংসন কালো কাপড়ে ঢেকে দিয়েছেন আন্দোলনৈকারিরা।

সান্তাহার জংশন ষ্টেশনে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতির দাবিতে পঞ্চগড় ট্রেন যাত্রা বিরতি বাস্তবায়ন কমিটি ৬ষ্ট দিনের কর্মসূচি পালন করেন। যাত্রা বিরতি বাস্তবায়ন কমিটির যুগ্ন আহবায়ক সাজেদুল ইসলাম চম্পার সভাপতিত্বে চোখ বাধাঁ কর্মসূচিতে বক্তব্য রাখেন সান্তাহার পৌরসভার প্যানেল মেয়র জার্জিস আলম রতন, সান্তাহার পৌর আওয়ামীলীগের সভাপতি আবুল কাশেম, উপজেলা কলেজ শিক্ষক সমিতির সাধারন সম্পাদক রবিউল ইসলাম রবিন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নিসরুল হামিদ ফুতু, উপজেলা যুবলীগের সভাপতি শাহিনুর রহমান মন্টি, আদমদীঘি থানা যুবদলের সভাপতি মাহাফুজুল হক টিকন, পৌর যুবদলের সভাপতি মামুনুর রশিদ মামুন, সহকারী অধ্যপক মাসুদ রানা, আওয়ামীলীগ নেতা আসলাম সিদকার, সাংগঠনিক সম্পাদক খায়রুল আলম রবিন প্রমুখ।

অবরোধ চলাকালে যাত্রা বিরতি বাস্তবায়ন কমিটির যুগ্ন আহবায়ক সাজেদুল ইসলাম চম্পা বলেন,আগামী ১০ দিনের মদ্যে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটির সান্তাহারে বিরতি দেয়া না হলে ঈদের পর ট্রেন অবরোধসহ কঠোর কর্মসূচি ঘোষনা করা হবে।

উল্লেখ্য, শনিবার (২৫মে) থেকে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি পঞ্চগড় ঢাকার মধ্যে চলাচল করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গন ভবন থেকে ভিডিও কনফারেন্সের ট্রেনটির উদ্ভোধন করেন। পঞ্চগড় থেকে ট্রেনটি যাত্রা করে ঠাকুরগাঁও, দিনাজপুর ও পার্বর্তীপুর যাত্রা বিরতি দিয়ে ঢাকায় পৌছাবে। গুরুত্বপূর্ন জংশন ষ্টেশন হওয়া সর্ত্তেও সান্তাহার জংশন ষ্টেশনে যাত্রা বিরতি না দেয়ায় পঞ্চগড় ট্রেন যাত্রা বিরতি বাস্তবায়ন কমিটি গত ১৬ মে থেকে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে ।

পিবিএ/এস/আরআই

আরও পড়ুন...