ছিনতাইকারীর ছুরিকাঘাতে আনসার সদস্য আহত

পিবিএ,ঢাকা: রাজধানীর তেজগাঁওয়ে চলন্ত ট্রেনের ছাদে ছিনতাইকারীর ছুরিকাঘাতে রাজিব আহমেদ (২২) নামের এক যুবক আহত হয়েছে। সে সাধারাণ আনসার সদস্য হিসেবে নরসিংদীতে কর্মরত আছে। শনিবার (২৫মে) বিকেল ৫টার দিকে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে মহাখালী বক্ষব্যাধি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ছিনতাইকারীর ছুরিকাঘাতে আনসার সদস্য আহত
রাজিব আহমেদ (২২)

সে শরীয়তপুর নড়িয়া উপজেলার মোল্লা কান্দি গ্রামের সিরাজুল সরদারেরর ছেলে। নরসিংদী রায়পুরা কর্মরত সে। আহত রাজীবের বড় ভাই আবু বক্কর জানান, অন্য একটি চাকরীর পরিক্ষা দিতে সে ঝিনাইদহ যাওয়ার জন্য নরসিংদী থেকে ট্রেনের ছাদে করে আজ বিকেলে ঢাকায় আসতেছিল।

ট্রেনটি তেজগাঁও এলাকায় আসলে ছাদে কয়েকজন ছিনতাইকারি তার তার বাম পাঁজরে ছুরিকাঘাত করে। সেখান থেকে আহত অবস্থায় পথচারীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে আসে। পরে ঢাকা মেডিকেল থেকে সন্ধ্যায় তাকে মহাখালি বক্ষব্যাধি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তার কাছ থেকে কি কি খুয়া গেছে তা জানা যায়নি। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া পিবিএকে জানান, আহত আনসার সদস্য রাজিবকে প্রথমে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছিলো। পরে চিকিৎসকরা তার অবস্থা দেখে। প্রাথমিক চিকিৎসা দিয়ে বক্ষব্যাধি হাসপাতালে পাঠিয়ে দিয়েছে।

পিবিএ/এইচএ/আরআই

আরও পড়ুন...