তোফাজ্জল লিটন,পিবিএ,নিউিইয়র্ক: নিউইয়র্কে এসে বাংলাদেশের ‘জাতীয় প্রেসক্লাব’র সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন রূঢ় ও শিষ্টাচারবহির্ভূত আচরনের সম্মুখিন হয়েছেন। নিউইয়র্কে অনুষ্ঠিতব্য ফোবানা সম্মেলনের আহবায়ক শাহ নেওয়াজ জনসম্মুখে ফরিদা ইয়াসমিনকে নানা কটু কথা বলনে। নিউইয়র্কের সাংবাদিকরা এই ঘটনায় নিন্দা প্রকাশ করেছেন।
গত ২২ মে নিউইয়র্কে ইফতার পার্টিতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঢাকা জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন। এ সময় তিনি ফোবানা সম্মেলনের আয়োজকদের রোষানলের শিকার হন । সম্মেলনের আহবায়ক শাহ নেওয়াজ বলেন, আপনি ক্ষমতার অপব্যবহার করেছেন। আপনার মতো মানুষের জন্য জাতীয় প্রেসক্লাবের সম্মান ক্ষুন্ন হচ্ছে। আপনি জাতীয় প্রেসক্লাবের কলঙ্ক।
ঘটনার পরে ফরিদা ইয়াসমিনের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, এ নিয়ে আমি কথা বলতে চাই না। আমি নিউইয়র্কে এসেছি ব্যক্তিগত কাজে। এখানে প্রেস ক্লাবের বিষয়ে কোনো অফিসিয়াল বক্তব্য আমি দিতে চাই না। প্রেস ক্লাব আমার একার না। আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে থাকি। প্রেস ক্লাবের কোনো সিদ্ধান্ত নিয়ে আমরা কারো কাছে জবাব দিতে বাধ্য নই। বাঙালিরা যে দেশের বাহিরে এসেও দলাদলিতে বিভক্ত এ সব তারই প্রমাণ বহন করে।
জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস এসোসিয়েশনের সভাপতি ও ফোবানার আহবায়ক শাহ নেওয়াজ আরো বলেন, কয়েক মাস আগে ফোবানা কমিটির নেতৃবৃন্দ জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করতে গিয়েছিলেন। সম্মেলন হল ভাড়া নেয়ার পরও তাদের সম্মেলন করতে দেয়া হয়নি। প্রেসক্লাব কর্তৃপক্ষ জানিয়েছিল-ফোবানা’র দুটি গ্রুপের বিরোধের কারণে সম্মেলন কক্ষ ভাড়ার চুক্তি বাতিল করা হয়েছে। এর কয়েক দিন পর অন্য গ্রুপ জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করার সুযোগ লাভ করে। কিন্তু আমাদের কেন সুযোগ দেয়া হল না।
পিবিএ/হক