খাগড়াছড়িতে অবৈধ ভাবে ছড়া দখলের অভিযোগ

পিবিএ,খাগড়াছড়ি: খাগড়াছড়ি জেলা সদরের শান্তিনগর এলাকায় নিজবাড়ির পাশের ছড়া দখলের অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যাক্তির বিরুদ্ধে। অভিযুক্ত গফুর তালুকদার জেলা কৃষক দলের সভাপতি। অভিযোগ সূত্র জানায় নিজের বাড়ীর পাশের ছড়া দখল করে বাড়ির সিমানা দেওয়াসহ দোকান নির্মাণ করা হচ্ছে। এতে করে জায়গা দখলের অভিযোগ আনা হয়।

খাগড়াছড়ির ৩নং পৌর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মাহাবুব আলম ও সাধারণ সম্পাদক স্বপন কুমার দে অভিযোগ করেন, শান্তিনগর এলাকায় গফুর তালুকদার অবৈধ ভাবে নিজের বাড়ীর পাশের ছড়া দখল করে নিচ্ছে। এমনিতে বর্ষাকালে এই এলাকায় জলাবদ্ধতার কারণে সাধারণ মানুষ কষ্ট পায়।

সেখানে জায়গা দখল করে নতুন করে সমস্যার সৃষ্টি অভিযোগ করে ক্ষোভ প্রকাশ করে দ্রুত ছড়া দখলমুক্ত করার দাবী জানান আওয়ামীলীগের এ নেতারা। স্থানীয় সচেতন মহলের দাবী সুষ্ঠ তদন্ত করে জায়গার সীমানা নির্ধারণ করা গেলে রেবিয়ে আসবে ছড়া দখল করা হচ্ছে, না দখল হয়নি। তাই এ বিষয়ে জেলা প্রশাসনের হস্থক্ষেপ কামনা করেন স্থানীয় সচেতন মহল।

এ বিষয়ে গফুর তালুকদার তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে পিবিএ’কে বলেন, ছড়া দখলের কোন প্রশ্নই আসে না। তদন্ত করা হোক যদি ছড়া দখল হয় আমি নিজ খরচে ছড়া দখল মুক্ত করে দিব। এ সময় তিনি খাগড়াছড়ি বাস টার্মিনালে এফ আর স্কুলের জায়গাসহ প্রবাহিত ছড়ার বিভিন্ন জায়গায় দখলের উল্টো অভিযোগ এনে তা দখলমুক্ত করতে তদন্তের দাবী জানিয়ে ছড়া দখলমুক্ত করতে সহযোগিতার প্রতিশ্রুতি দেন।

পিবিএ/এএম/হক

আরও পড়ুন...