পিবিএ ডেস্ক: শ্রীলঙ্কা থেকে জঙ্গিগোষ্ঠী আইএসের ১৫ সদস্য ভারতে হামলার উদ্দেশে নৌপথে রওনা হয়েছে এমন তথ্যে কেরালার উপকূলে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। জিনিউজ জানায়, জঙ্গি হামলার আশঙ্কায় রাজ্যের উপকূলবর্তী এলাকার থানাগুলোকে সতর্ক করা হয়েছে।
গোয়েন্দাদের আশঙ্কা, শ্রীলঙ্কা থেকে অন্তত ১৫ আইএস জঙ্গি লক্ষদ্বীপের উদ্দেশে রওনা দিয়েছে। কেরালা পুলিশের বরাত দিয়ে সংবাদ সংস্থা পিটিআই জানায়, কেরালায় এ ধরনের সতর্কবার্তা রুটিনমাফিক দেওয়া হয়। কিন্তু এবার নির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই সতর্কবার্তা জারি করা হয়েছে। উপকূলে কোনো সন্দেহজনক যানবাহন দেখলেই তার খবর দিতে বলা হয়েছে।
রাজ্য পুলিশের ওই কর্মকর্তা আরও বলেন, ২৩ মে থেকে ওই অ্যালার্ট জারি করা হয়েছে। এর আগের দিনই ওই সতর্কতা পাঠানো হয় শ্রীলঙ্কা থেকে। শ্রীলঙ্কায় হামলার সময়েও আমাদের কাছে সতর্কবার্তা ছিল। সমুদ্রে যাতায়াতকারী জাহাজের ওপরেও নজর রাখা হবে।
শ্রীলঙ্কায় সিরিজ বিস্ফোরণের পরই কেরালায় হাই অ্যালার্ট জারি করা হয়। এনআইয়ের দাবি, আইএস জঙ্গিরা কেরালায় হামলা চালাতে পারে। গোয়েন্দাদের ধারণা, কেরালায় বেশকিছু আইএস জঙ্গি এখনো লুকিয়ে রয়েছে।
গত ২১ এপ্রিল খ্রিস্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডে চলাকালে তিনটি গির্জা এবং তিনটি হোটেলে একযোগে ছয়টি বিস্ফোরণ ঘটে। একইদিন আরও দুই জায়গায় হামলার ঘটনা ঘটে। এতে নিহত হন ২৫৩ জন। আহত হন আরও ৫০০ জন।
পিবিএ/আরআই