প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিশেষ চক্ষু চিকিৎসা ক্যাম্প

পিবিএ, নরসিংদী: “ স্বাস্থ্য সবার অধিকার” দক্ষিন এশিয়ায় বাধামুক্ত একীভূত স্বাস্থ্যসেবা প্রকল্পে ইউকেএইড এর অর্থায়নে সাইটসেভার্স এর সহযোগিতায় ঢাকা প্রোগ্রেসিভ লায়ন্স চক্ষু হাসপাতালের পরিচালনায় প্রতিবন্ধী ব্যক্তিদের ব্যতিক্রম ধর্মী বিনামূল্যে বিশেষ চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।

২৬ মে সকাল ৯ টা থেকে বেলা ২টা পর্যন্ত নরসিংদী জেলাধীন রায়পুরা উপজেলার রায়পুরা প্রতিবন্ধী বিদ্যালয়ে জানা যায় স্থানীয় বেসরকারী সংস্থা পিপলস্ ডেভলপমেন্ট সোসাইটি (পিডিএস) ও রায়পুরা প্রতিবন্ধী বিদ্যালয়ের সার্বিক তত্তাবধানে প্রায় ২০০ শতাধিক প্রতিবন্ধী ব্যক্তি সহ অন্যান্য অপ্রতিবন্ধী ব্যক্তি ও ছাত্র/ছাত্রীদেকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা দেওয়া হয়।
এচাড়া ৭ জন ছানি প্রতিবন্ধী ছানি রোগীকে অপারেশন এর জন্য ভর্তি করানো হয়। ভর্তিকৃত রোগীদেরকে ঢাকা প্রোগ্রেসিভ লায়ন্স চক্ষু হাসপাতালের নিজস্ব গাড়ি করে হাসপাতালে নেওয়া হয় এবং পরবর্তীতে অপারেশন এর পর কালো চশমা ও ২ মাসের ওষুধ দিয়ে হাসপাতাল এর নিজস্ব গাড়ী করে নিদিষ্ট স্থানে পৌছে দেওয়া হবে।

এসময় উপস্থিত ছিলেন পিপলস্ ডেভলপমেন্ট সোসাইটি (পিডিএস) এর নির্বাহী পরিচালক ও রায়পুরা প্রতিবন্ধী বিদ্যালয়ের সভাপতি মোঃ তাজুল ইসলাম ও রায়পুরা প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকা প্রতিবন্ধী ছাত্র/ছাত্রীদের অভিভাবক সহ হাসপাতালের ডাক্তার, প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠনের নেতৃবৃন্দ, কর্মকর্তা কর্মচারীগণ।
পিবিএ/কেএস/হক

আরও পড়ুন...